কাজ থেকে দূরে হাত গুটিয়ে বসে আছেন লক্ষ লক্ষ শ্রমিক। করোনার জেরে লকডাউনে রাতারাতি কাজ বন্ধ হয়ে গিয়েছে। অনিশ্চিত ভবিষ্যতে নিয়ে আশঙ্কার মধ্যেই ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন অনেকে। এবার ১০০ দিনের কাজ, নির্মাণ ও চাষবাষের সঙ্গে যুক্ত এমন প্রান্তিক মানুষের জন্যেই লকডাউন বিধি শিথিল করছে কেন্দ্র। আগামী কাল থেকেই কাজে ফিরতে পারবেন তাঁরা। যদিও এখনই ভিন রাজ্যে পাড়ি দেওয়া চলবে না।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে-
ত্রাণশিবিরগুলিতে আটকে থাকা শ্রমিকদের বিষয়ে তথ্য রেজিস্টার করতে হবে। যাতে তাদের যো্গ্যতা অনুযায়ী কাজে বহাল করা যায়।
শ্রমিকরা রাজ্যের ভিতর অন্যত্র তাঁদের পুরনো কাজের জায়গায় ফিরতে চাইলে ফিরতে পারবেন। তবে তাদের প্রথমে স্ক্রিনিং করা হবে।
কাজে ফেরত যাওয়ার জন্যে পরিবহণের ব্যবস্থা করবে সরকার। লক্ষ রাখতে হবে সেই ব্যবস্থা যেন এই গণপরিবহণে স্বাস্থ্যমন্ত্রকের বিধি মেনে সামাজিক দূরত্ব রাখা হয়।
ভিন রাজ্যে কাজ করেন যাঁরা, তাদের এখনই কাজে ফেরত যাওয়া চলবে না। ১৫ এপ্রিল জারি হওয়া কেন্দ্রের নির্দেশিকা মেনে চলতে হবে। এখন শ্রমিক যেখানে আছেন সেখান থেকে কাজের জায়গায় যাওয়ার পথে খাবার ও জলের ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন।
Be the first to comment