বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৪ লক্ষেরও বেশি, ১৯৩টি দেশে থাবা বসিয়েছে করোনা

Spread the love

কোভিড-১৯ এখনও পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা মোট ২৪,০৭,৬০২, মৃত্যু হয়েছে ১,৬৫,০৮৩। তথ্য বলছে এর মধ্যে এক লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে ইউরোপে। সারা বিশ্বে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৬,২৫,৩১৭ জন। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭,৬৪,২৬৫, আর সেখানে মৃত্যু হয়েছে ৪০,৫৬৫ জনের।

পরিসংখ্যান অনুযায়ী স্পেনে আক্রান্তের সংখ্যা ১,৯৮,৬৭৪। আর মৃত্যু হয়েছে ২০,৪৫৩ জনের। আক্রান্তের সংখ্যায় ইতালি পিছিয়ে রয়েছে স্পেনের থেকে। এখানে আক্রান্তের সংখ্যা ১,৭৮,৯৭২। তবে মৃতের সংখ্যায় স্পেনকে ছাপিয়ে গিয়েছে ইতালি। সেখানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২৩,৬৬০ জনের। ক্রমশ ইতালি এবং স্পেনের পথেই এগোচ্ছে ফ্রান্স। সেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১,৫২,৮৯৪। আর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯,৭১৮ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*