বাংলার বেশ কিছু জায়গায় নাকি লকডাউনের শর্ত ঠিকঠাক মানা হচ্ছে না এরকমই এক চিঠি দিয়ে এক সপ্তাহে আগে রাজ্যকে সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কেন্দ্র পাঠাতে চলেছে আন্তঃকেন্দ্র প্রতিনিধিদল। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পরিস্থিতি ‘বিশেষ ভাবে গুরুতর’। তাই জায়গাগুলিতে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
জানা যায় করোনা মোকাবিলায় আইনের ৩৫(১), ৩৫(২), ৩৫(২)(এ), ৩৫(২)(ই) এবং ৩৫(২)(আই) ধারা অনুযায়ী কেন্দ্রের অধিকার প্রয়োগ করে আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ওই চিঠি নবান্নকে পাঠিয়ে এও জানানো হয়েছে যে, অনধিক তিন দিনের মধ্যে কেন্দ্রের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পৌঁছবে।
Be the first to comment