কেন্দ্রের আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলকে রাজ্য সরকার যাতে সবরকম সাহায্য করে সে ব্যাপারে মঙ্গলবার ফের নবান্নকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁরা জানান, আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য যা করছে তা তারা করতে পারে না।
আজ বিকেলে এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, “চারটি রাজ্যে আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সরকার আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলকে ভরপুর সাহায্য করছে। কিন্তু অসহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার।”
তিনি জানান, “পশ্চিমবঙ্গ সরকার আজ ফের চিঠি দিয়ে বলা হয়েছে ১৯ এপ্রিলের নির্দেশ তারা যেন পালন করে।”
Be the first to comment