অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজের তৃতীয় টেস্টে বড় রানের পথে ইংল্যান্ড দল। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৫ রান। ১১০ রানে ডেভিড মালান এবং ৭৫ রানে জনি বেয়ারস্টো অপরাজিত আছেন। পার্থে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে ইংলিশ ক্যাপ্টেন জো রুট। ইনিংসের শুরুতেই মাত্র ৭ রান করেই বিদায় নেন ১৫০ টেস্ট খেলার মাইলফলক অর্জন করা অ্যালিস্টার কুক। এরপর মার্ক স্টোনম্যান ও জেমস ভিনস শুরুর ধাক্কা সামলান। দ্বিতীয় উইকেটে এ জুটি তুলে নেন ৬৩ রান। ব্যক্তিগত ২৫ রান করা আউট হয়ে যান ভিনস। তাকে আউট করেন অসি পেসার হ্যাজেলউড। এরপর দলের ১৩১ রানের মধ্যে অধিনায়ক জো রুট ও ওপেনার স্টোনম্যান আউট হয়ে যান, বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর মালান ও বেয়ারস্টো পঞ্চম উইকেটে ১৭৪ রানের পার্টনারশিপ গড়েছেন দিনের শেষ পর্যন্ত। আগামীকাল এই জুটি ইংল্যান্ডকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার। অ্যাসেজে ৫ ম্যাচের এ টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
Be the first to comment