করোনা সংক্রমণ তবলিগ জামাত থেকে কতটা ছড়িয়েছে তা জানতে চেয়ে নবান্নকে চিঠি দিল কেন্দ্রের আন্তঃমন্ত্রক দল। আজ হাওড়া ও উলুবেড়িয়া পরিদর্শনের পরই এই চিঠি পাঠানো হয় রাজ্যকে।
আজ মুখ্যসচিব রাজীব সিনহাকে জোড়া চিঠি লিখেছেন কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র। সেই চিঠিতে জানতে চেয়েছেন, নিজামুদ্দিন থেকে যাঁরা বাংলায় ফিরেছেন তাঁদের নমুনা পরীক্ষা হয়েছে কিনা, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা রাজ্য সরকার করেছে কিনা।
প্রসঙ্গত, নিজামুদ্দিনের ঘটনা প্রথম যখন সামনে আসতে শুরু করে তখন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ৭৩ জন বাংলা থেকে দিল্লিতে ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন। পরের দিন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব জানান ৫৪ জনকে চিহ্নিত করা গিয়েছে। আরও কয়েকজনের খোঁজ চলছে।
Be the first to comment