বৃহস্পতিবার শেষ হলো গুজরাটের দ্বিতীয় ও চূড়ান্ত দফার বিধানসভা ভোট। দিনের শেষে ভোটদানের হার ৬৮.৭ শতাংশ। এদিন মধ্য গুজরাটের ৬১টি আসনে ও উত্তর গুজরাটের ৩২টি আসনে চলে ভোটাভুটি । ৯৩টি আসনের জন্য লড়াই করলেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা। শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে জিগ্নেশ মেবানি, অল্পেশ ঠাকোর এবং নীতিন প্যাটেলের মতো ৩ জন হেভিওয়েটের। এদিন দ্বিতীয় দফায় ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ।
উল্লেখযোগ্য ভোটগ্রহণ কেন্দ্র হিসাবে বনসকাঁঠা, পাটান, সবরকান্তা, মেহসেনা, গান্ধীনগর, আহমেদাবাদ, আরাভাল্লি, মহিসাগর, পাঁচমহল, দাদর, খেদা, আনন্দ, ভদদোরা এবং ছোটা উদিপুরের দিকে বিশেষ নজর থাকবে। প্রসঙ্গত, গতবার এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি জেতে ৫২টিতে ও কংগ্রেস ৩৯টিতে। গুজরাট কার দখলে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৮ ডিসেম্বর, সোমবার পর্যন্ত।
Be the first to comment