ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ইতিমধ্যেই সব রাজ্যকে চিন থেকে আসা টেস্ট কিট ব্যবহার করতে নিষেধ করেছে। তার সঙ্গে জানা গিয়েছে প্রায় দ্বিগুণ দামে ওই কিট কিনতে হচ্ছে ভারতকে। একথা জানার পরেই মোদী সরকার ঠিক করেছে চিন থেকে করোনা টেস্ট কিট নেওয়া হবেনা। সব বরাত বাতিল করা হয়েছে।
আইসএমআর-এর তরফে সব রাজ্য ও হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই দুটি কোম্পানির তৈরি টেস্ট কিট ব্যবহার না করতে। আর তাই এই মুহূর্তে একটা পয়সাও অতিরিক্ত খরচ করতে রাজি নয় কেন্দ্র। ফলে সব অর্ডার ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
Be the first to comment