কোরোনা মোকাবিলায় অজুহাত নয়ঃ রাজ্যপাল

Spread the love

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছেই। কোরোনা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে মমতাকে আহ্বান জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে মমতার উদ্দেশ্যে রাজ্যপাল বললেন, অজুহাতের সময় নেই।

রাজভবনে সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতে যে ছেদ পড়েছিল, কোরোনাকে কেন্দ্র করে তা আবার নতুন করে শুরু হয়েছে। তাঁদের এই সংঘাতে নতুন মোড় আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পাঁচ পাতার চিঠি। সেই চিঠির ছত্রে ছত্রে রাজ্যপালকে তাঁর সাংবিধানিক পরিধির কথা মনে করিয়ে দেন মমতা। মমতার সেই চিঠির প্রাথমিক জবাব দেন ধনকড়ও। তিন পাতার চিঠিতে নিজের সাংবিধানিক অধিকারের বিষয়টি উল্লেখ করেন।

পাশাপাশি পাঁচ পাতার চিঠিতে তাঁকে মনোনীত বলে মমতার কটাক্ষকে সংবিধানের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন ধনকড়। যদিও পরের দিন টুইট করে রাজ্যের কোরোনা পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

আজ ফের মমতাকে উল্লেখ করে তিনটি টুইট করেন জগদীপ ধনকড় । প্রথম টুইটে রাজ্যের মানুষের স্বার্থে মমতাকে সহযোগিতা করার আবেদন জানান তিনি । ধনকড় টুইটে লেখেন, “রাজ্য ও মানুষের স্বার্থে সহযোগিতা করুন । কোরোনা মহামারীর মুখোমুখি হয়েছি আমরা । এখন অজুহাত, পালানো, দায়িত্বের বোঝা সরিয়ে ফেলার বা বিরোধিতা করার কোনও সময় নেই । ঐক্যবদ্ধভাবেই কোরোনার বিরুদ্ধে যুদ্ধ জিততে হবে আমাদের ।”

https://twitter.com/jdhankhar1/status/1254959444036694016

দ্বিতীয় টুইটে ফের মমতাকে উল্লেখ করেন ধনকড় । লেখেন, “আমাদের জনগণ আমাদেরই চিন্তার বিষয় । এখন রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছুরিতে ধার দেওয়ার সময় নেই । পরিস্থিতির দিকে নজর দেওয়ার এটাই আসল সময় । “

https://twitter.com/jdhankhar1/status/1254959444036694016

তৃতীয় টুইটে ধনকড় মমতাকে নিজের অবস্থান পরিবর্তনের জন্য আবেদন করেন । টুইটে ধনকড় লেখেন, “মানুষের স্বার্থে আপনার অজুহাত, পালিয়ে যাওয়ার যে মনোভাব রয়েছে তা পরিবর্তন করুন । আমরা চরম সংকটে রয়েছি । একমাত্র কেন্দ্রের সঙ্গে সহযোগেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব । রাজ্যের অভ্যন্তরে রাজ্য চালানোর যে মনোভাব তা অসাংবিধানিক । “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*