টিকিয়াপাড়ায় তাণ্ডব নিয়ে কড়া পদক্ষেপ, কেউ ছাড় পাবে না; জানিয়ে দিল রাজ্য

Spread the love

হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণের ঘটনায় দোষিদের কাউকে ছাড়া হবে না। আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। জানিয়ে দিল রাজ্য পুলিশ। টুইট করে এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ জানানোর পরে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রিটুইট করেন। আর এতেই পরিষ্কার, মুখ্যমন্ত্রীও কড়া পদক্ষেপ চাইছেন।

মঙ্গলবার লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ার টিকিয়াপাড়ার কন্টেনমেন্ট জোন বেলিলিয়াস রোডে রাস্তায় নামা জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ছ’জন। এবার পুলিশ জানিয়ে দিল সব আক্রমণকারীকেই চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন রাতেই ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলিলিয়াস রোডে বিকেল চারটে নাগাদ একটি বাজারে ফল কিনতে অনেক লোকের জমায়েত হয়। রেড জোন হাওড়ার ওই এলাকাতেও সম্পূর্ণ ভাবে লকডাউন চলছে। তার মধ্যে ওই জমায়েত দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তবে ওই যুবকরা সরে না গিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু করে এবং তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। লডডাউন উপেক্ষা করে প্রচুর লোক রাস্তায় বেরিয়ে এসে পুলিশের উপরে চড়াও হয়। মারমুখী হয়ে ওঠে। পুলিশ পিছোতে থাকে। তখন পুলিশকে লক্ষ করে ইট ও বোতল ছোড়া শুরু হয়। তাতে দুই পুলিশকর্মী আহত হন। পুলিশ সেখান থেকে দ্রুত সরে যায়। খবর দেওয়া হয় থানায়। ততক্ষণে ভাঙচুর শুরু হয়ে যায় স্থানীয় ফাঁড়িতে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ব়্যাফ। প্রথমে ব়্যাফকে ঘিরে ধরে জনতা ও পরে তাড়া করে। চলে আসে হাওড়া থানা ও ব্যাঁটরা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এখন এলাকায় পুলিশের টহল চলছে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*