হাওড়ার টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডের ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার। যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে প্রশ্ন শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও এরপরেই কড়া পুলিশ প্রশাসন। ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি নবান্নের।
রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে যে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু পুলিশের তরফেও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আর তা উঠতেই নবান্নের তরফে বড় সিদ্ধান্ত।
রাতেই সরিয়ে দেওয়া হল পুর-কমিশনার বিজিন কৃষ্ণাকে। ঘটনার পর রাতে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনের পদের দায়িত্ব সামলাবেন।
Be the first to comment