করোনা ভাইরাস সংক্রমণের জেরে মাঝপথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল। এদিকে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব সংশয়ের অবসান ঘটালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। আর বাতিল হবে না উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাও।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘মাধ্যমিকের খাতা দেখা হয়ে গিয়েছে। নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।’ এ ক্ষেত্রে পরিস্থিতি অনুসারে পরে ফল প্রকাশের তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এদিকে, করোনা পরিস্থিতিতে স্থগিত রাখা হয়েছে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা। বাকি পরীক্ষা কবে হবে, তা নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক- সবার মধ্যে সংশয় দেখা দিচ্ছিল। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ১০ জুনের পরে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পার্থবাবু।
Be the first to comment