বুধবার বিরোধীদের একেবারে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যা ইচ্ছে ভাবুন, যা ইচ্ছে করুন। বাংলা এখনও সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে। টাকা আছে, সোশ্যাল মিডিয়া করুন, কাজ তো জানেন না!’
তাঁর রাস্তায় নামা প্রসঙ্গে কম কটাক্ষ করছে না বিজেপি। সেই প্রসঙ্গেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কই স্বচ্ছ ভারতের প্রতিনিধিরা এখন রাস্তায় বের হোন। দেখি কত স্বচ্ছতা আনতে পারেন। সহ্য করাটা আমাদের ধর্ম। যারা এই দুঃসময় দূর্ভোগের সময় রাজনীতি করে তারাই সবচেয়ে বড় বিপদ।’ গতকালের টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলা প্রসঙ্গে নিন্দা ও সমালোচনা করেন তিনি। বলেন টিকিয়াপাড়ার যে ঘটনা ঘটেছিল তা খারাপ হয়েছে। আমি পুলিশকে বলেছি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে। আমরা কোন কাজ সম্প্রদায় হিসেবে দেখি না। কিন্তু যে অন্যায় করে সেটা অন্যায় হিসেবেই দেখা হয়। তার কোন হিন্দু মুসলমান হয় না। ক্রাইম ইজ ক্রাইম।’ কিন্তু বিজেপি শকুনের মতো বসে আছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
সমস্ত রাজ্যের করোনা পরিস্থিতির কথা বলে তিনি বলেন, ‘ আমি তো কোন রাজ্যের খারাপ নিয়ে কথা বলছি না। উত্তরপ্রদেশেও পুলিশকে মেরেছে। কী ব্যবস্থা নিয়েছে? কাল কোন নির্বাচন নেই যে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন। যখন নির্বাচন হবে তখন মানুষ আপনাদের বুঝিয়ে দেবে।’
Be the first to comment