৩ মে দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন। তারপর আবার লকডাউন বাড়ারই আশঙ্কা। যদিও ইতোমধ্যে রেড জোন ছাড়া দোকান খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ৪ মে থেকে রাজ্যের গ্রিন জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন, খোলা থাকবে চা ও পানের দোকানও। তবে, সেই সব দোকানে কোনও আড্ডা মারা যাবে না। চা বা পান-বিড়ির দোকান থেকে প্রয়োজনের জিনিসটুকু নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। তা না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান। তিনি বলেন, ‘আড্ডা কোনওভাবেই এখন অ্যালাউ করা হবে না।’
তবে, রেড জোনে চলবে সম্পূর্ণ লকডাউন। সেইসঙ্গে গ্রিন ও অরেঞ্জ জোনেও হকার্স কর্নার খুলবে না, খুলবে না ফুটপাতের দোকান। বন্ধ শপিং মলও। মুখ্যমন্ত্রী জানান, ছোট স্টেশনারি রঙের দোকান,বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রিক সামগ্রীর দোকান, মোবাইল চার্জের দোকান খোলা থাকবে। তবে, একটা দোকানের মধ্যে ব্যবসা হলেই তা খোলা যাবে। তবে, আয়রন স্টিল কোম্পানি, ছোট ছোট কারখানা খোলা থাকবে। তবে, বজায় রাখতে হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং।
সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী অনুরোধের সুরে বলেন, ‘আপনারা অনেক সহযোগিতা করেছেন, আর একটু সহযোগিতা করুন।’ সেইসঙ্গেই তিনি জানান, ‘কনটেইনমেন্ট এলাকায় পুরোপুরি লকডাউন, সেখানে এখনই কিছু করার নেই।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের কাছে দোকান খোলার নির্দেশিকা চেয়েও পাইনি।
তবে, মাস্ক যে অবশ্যই সকলকেই পরতে হবে, তা তিনি স্পষ্ট করে দেন। বলেন, ‘মাস্কটাকে আর একটা পোশাক ভেবে নিন। এটা এবার থেকে পরতেই হবে।’ করোনা এত তাড়াতাড়ি যাবে না বলেও সতর্কতা দিয়েছেন তিনি। বলেন, ‘মে মাসের শেষ পর্যন্ত অত্যন্ত গুরুতর সময় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।’ তাই খুব সতর্ক থাকার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment