কলকাতা, ১৪ ডিসেম্বর – প্রকাশ্য দিবালোকে শহরের রাস্তায় এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলায় অভিযুক্ত সুব্রত বোসকে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ ৷ আজ তাকে আলিপুর এসিজেএম আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ বিচারক ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর আগেও অন্য একটি কেসে গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে সোমা দেবনাথ নামে বেহালার কে ডি মুখার্জী রোডের বাসিন্দা ১২ তারিখ দুপুরবেলায় দোকানে গিয়েছিলেন ৷ সেইসময় তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয় ৷ বিষয়টি বুঝতে পেরে তিনি সরে গেলেও তার পায়ে এসে লাগে ৷ সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে বিদ্যাসাগর হাসপাতালে যায় ৷ ১০০ ডায়ালে ফোন করে ও থানায় বিষয়টি জানায় অভিযুক্ত ৷ সোমাদেবীর অভিযোগ অভিযুক্ত তাকে একাধিকবার কুপ্রস্তাব দেয় ৷ তিনি অস্বীকার করাতেই তার উপর হামলা চালানো হয়েছে ৷
সোমাদেবীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বেহালা থানার পুলিশ ৷ ঘটনার দিন রাতেই তাকে আটক করা হয় ৷ দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ প্রাথমিক জেরায় ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত, এমনটাই জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
Be the first to comment