লকডাউন উঠলেই মাধ্যমিকের ফল প্রকাশ। জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২১ মে পর্যন্ত বিধিনিষেধ বজায় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে সরকার। তবে তার আগেই প্রকাশ হয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “মাধ্যমিক পরীক্ষার সব খাতা দেখা হয়ে গেছে, এখন নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। লকডাউন ওঠার পরে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।”
আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার পরে কাগজপত্রের বাছাই, মূল্যায়ন প্রক্রিয়া পুরোদমে চলছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরে বাকি কাজ শেষ করতে বেশি সময় লাগবে না।”
Be the first to comment