করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ঃ মুখ্যসচিব

Spread the love

বাড়ল আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনা পজিটিভ ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। তবে মৃত ১০৫ জনের মধ্যে ৩৩ জনের করোনায় মৃত্যু হয়েছে, বাকি ৭২ জনের অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

বাংলায় নতুন করে আরও ৩৭ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩।

রাজ্যে নয়া করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ ঘটনা ঘটেছে তিন জেলা- কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং হাওড়ায়। এছাড়া হুগলি থেকে নয়া সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই মুহূর্তে রাজ্যে সংক্রমণপ্রবণ জোনে সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৪। এর মধ্যে কলকাতায় ২৬৪টি। গতকাল পর্যন্ত কলকতায় এই সংখ্যা ছিল ২২৭। এছাড়া হাওড়ায় সেটি বেড়ে দাঁড়িয়েছে ৭২। আর উত্তর ২৪ পরগনা জেলায় এমন সংখ্যা ৭০।

সংক্রমণ রুখতে সরকারের তরফে যে পদক্ষেপ করা হয়েছে, তাতে কিছুটা ফল দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে করোনা মুক্তির হার ১৮ শতাংশ বলে সরকার জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*