রমলা মুখার্জীঃ
এলাম এবার অনেক দিনের পর
খরের চালে নেই কো মাটির ঘর।
ঝাঁ চকচকে নিকানো নেই দাওয়া
হারিয়ে গেছে হাসনুহানার হাওয়া….
ধান শুকাতো সারা উঠান জুড়ে
তালের সারি পদ্মদিঘির ধারে।
বট গাছটা কোথায় গেল তবে?
বামন হয়েছে সাজানো বাহারি টবে।
দাওয়ায় পেতে মস্ত শেতল-পাটি
গোল হয়ে পড়া, মাঝে একটাই বাতি।
কত কথাই পড়ছে মনে আজ-
রূপসী বাংলা পড়েছে নকল সাজ|
এলাম এবার অনেক দিনের পর
এক ভাগেতে একটি দালান ঘর।
আর এক ভাগেতে সাজানো ঘরের টালি
আমি তো শহরে, থাকে শুধু উড়ে মালি।
দুই-তিনের সীমারেখা টানা ঘরে
খেলে না শিশুরা টিভি দেখে বই পড়ে।
পুকুরে শ্যাওলা ভরেছে কচুরীপানা
ডাহুক চাতক পাখি নেই আর নানা।
হারানো মাটির গন্ধ মরি যে খুঁজে–
বৃথাই চেষ্টা শুধু ভাবি চোখ বুজে।
গ্রামে গ্রামে গিয়ে গ্রামের খোঁজে ঘুরি….
কোথায় গ্রাম? গ্রাম গিয়েছে চুরি ।
Be the first to comment