লকডাউনের জেরে এখন দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ ট্রেন-বাস সব বন্ধ ৷ নিজেদের শহরে বা গ্রামে ফেরার উপায় নেই কারোরই ৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ তাই এবার নিয়েছে কেন্দ্র ৷ চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় জায়গাগুলিতে যাতে ট্রেন চালিয়ে শ্রমিকদের তাদের শহর বা গ্রামে পৌঁছে দেওয়া যায় ৷ ‘পয়েন্ট টু পয়েন্ট’ ট্রেন চালিয়ে অনেক দ্রুত বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো সম্ভব হবে বলেই মনে করছে কেন্দ্র ৷ এর জন্য ট্রেনগুলিতে সুরক্ষার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
আজ, শুক্রবার ভোর পাঁচটায় তেলেঙ্গনার লিঙ্গমপল্লী ছেকে ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত ১২০০ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন চলেছে ৷ আজ রাত ১১টা-তেই ২৪ কোচের ওই ট্রেন পৌঁছবে হাটিয়া স্টেশনে ৷ শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ ট্রেন পৌঁছনো মাত্রই তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে ৷ গুজরাতের আহমেদাবাদ থেকেও আটকে থাকা শ্রমিকদের ফেরাতে ট্রেন চালু হচ্ছে বলে জানা গিয়েছে ৷
বুধবারই নির্দিষ্ট শর্তসাপেক্ষে লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার নির্দেশ দিয়েছে, ভিন রাজ্যে আটকে পড়া লোকজনকে ফেরানোর জন্য প্রতিটি রাজ্যকে নোডাল অথরিটি তৈরি করতে হবে। তারাই সিদ্ধান্ত নেবে, কীভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরানো যায়। যাঁদের শরীরে করোনা সংক্রমণ নেই, কেবল তাঁরাই ফিরতে পারবেন। যে বাসে বা ট্রেনে চড়ে তাঁরা ফিরবেন, তা স্যানিটাইজ করতে হবে। করোনা মহামারি ঠেকাতে গত পাঁচ সপ্তাহ ধরে দেশে চলছে লকডাউন। দেশের নানা প্রান্তে হাজার হাজার ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিক আটকে পড়েছেন। অনেকের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। খাবার ও বাসস্থানও অনিশ্চিত। অনেকে দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরেছেন।
Be the first to comment