শ্রমিকদের ফেরাতে চলবে ট্রেন, বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

Spread the love

লকডাউনে নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফের জারি করা হল নতুন গাইডলাইন। আজ সেই নির্দেশিকা অনুযায়ী ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য চালানো হবে ট্রেন।

বিশেষ ট্রেনে ফেরানো হবে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের। কীভাবে টিকিট বিক্রি করা হবে এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ নতুন গাইডলাইন জারি করবে। একইসঙ্গে ট্রেনে এবং প্লাটফর্মে কিভাবে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা যাবে সে ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হবে।

এদিকে শুক্রবার সকালেই ১০০০ শ্রমিকে নিয়ে প্রথম ট্রেন চালু হয়েছে। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা হয় সেই ট্রেন। এদিন ভোর পাঁচটায় ট্রেন ছাড়ে। সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার কেরল থেকে আরও একটি ট্রেন ভুবনেশ্বর যাবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ট্রেনে সফর করাকালীন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, গন্তব্যে পৌঁছোনের পরেই ওই শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। কারও মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা দিলেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হবে।

একইভাবে আহমেদাবাদেও আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের ফেরাতেও বিশেষ ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে।থাকা শ্রমিকদের ফেরাতে ট্রেন চালু হচ্ছে বলে জানা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*