৩৫ হাজার ছাড়িয়ে গেলো আক্রান্তের সংখ্যা, দেশে ২৪ ঘণ্টায় মৃত ৭৭

Spread the love

করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭৭। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩-এ। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১১৪৭। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।

বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। যা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কেন্দ্রের। সেখানে ইতোমধ্যে ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার মহারাষ্ট্রে ৫৮৩ জনের শরীরে নতুন করে পাওয়া গেল করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ২৭ জনের। মহারাষ্ট্রের পর সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থনে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৩৯৫। মৃত্যু হয়েছে ২১৪ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে মৃত্যের সংখ্যা হয়েছে ৫৯ জনের। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে গুজরাট ও দিল্লির পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

এর পরের ধাপেই রয়েছে রাজস্থান, তামিলনাডু, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহার৷ নতুন করোনা রোগীর সংখ্যা উর্ধ্বগামী হয়ে যাচ্ছে ক্রমশ৷ এই অবস্থায় কনটেইনমেন্ট, কন্ট্যাক্ট ট্রেসিং এবং টেস্টিং-এগুলোই অস্ত্র স্বাস্থ্য মন্ত্রকের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*