COVID-19 নিয়ে তথ্য লুকোনোর অপারেশন বন্ধ করুন, মমতাকে হুঁশিয়ারি ধনকড়ের

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ারের বিরুদ্ধে রাজ্যে করোনা ভাইরাস নিয়ে তথ্যগোপনের অভিযোগ এনেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুধু তাই নয়, আসল অংক দেখাতেও নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

শনিবার ধনকড় ট্যুইট করে জানিয়েছেন, “COVID-19 তথ্য লুকনোর অপারেশন বন্ধ করুন @MamataOfficial এবং স্বছতার সঙ্গে আসল তথ্য শেয়ার করুন”।

এপ্রিলের ২০ তারিখ রাজ্যের তরফের হেলথ বুলেটিনে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল ৫৭২, সেখানে পরেরদিন কোনও নতুন আপডেট নেই।

শনিবার সকালের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমনের সংখ্যা ৭৯৫, মৃত ৩৩। এই তথ্য দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ট্যুইট করছিলেন রাজ্যপাল ধনকড়। ট্যুইটে তিনি লিখছেন, বিরোধীরা এমন ব্যবহার করছে যেন শকুন মৃতদেহের জন্য অপেক্ষা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে তিনি ব্যথিত৷ মাথার ওপর ছাদ ভেঙে পড়ার মতো অবস্থায় এই ধরনের রাজনীতি বন্ধ হোক।

ট্যুইটে রাজ্যপালের প্রশ্ন, সংবাদমাধ্যমকে কেন ভয় দেখানো হচ্ছে? কোনও কিছুই গোপন করা উচিত নয়। স্বাধীন সংবাদমাধ্যম হল গণতন্ত্রের মেরুদণ্ড। তাদের কেন চাপে রাখা হচ্ছে? এর আগেও তিনি বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ট্যুইট করেছিলেন, সেখানে লিখেছিলেন যারা সমস্যায় রয়েছে তাদের প্রতি নজর দিক মুখ্যমন্ত্রী।

শুক্রবার তিনি বলেছেন, “মমটা বন্দ্যোপাধ্যায় নিজেকে রাজ্যের মধ্যে আলাদা রাজ্য মনে করেন। রাজনীতির চোখে সবকিছু দেখা বন্ধ করুন”। রাজ্যপাল বিশেষভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল এত সমস্যার সম্মুখীন হয়েছে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে মাঝে রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একে অপরকে দোষারোপ করছেন। ২০০৫ মহামারি আইন এবং সুপ্রিম অর্ডারকে সামনে রেখে বাংলাকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*