এপ্রিলেই কলকাতা-সহ রাজ্যের ১১২টি পুরসভার নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। যদিও কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ৮ মে। প্রাথমিক ভাবে রাজ্য সরকার এপ্রিলের মাঝামাঝি, অর্থাৎ প্রথমে কলকাতা পুরসভা ও তার ফলাফল ঘোষণার পরে বাকি ১১১টি পুরসভার নির্বাচন করার কথা ভাবছে। তবে রমজান মাস শুরুর আগে পুরভোট সম্পূর্ণ করতে চায় রাজ্য। তবে বর্তমান পরিস্থিতিতে এখনই পুরভোট হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানা গিয়েছে, পরিবর্তিত সংকটজনক পরিস্থিতিতে মেয়াদ বাড়তে চলেছে তৃণমূল শাসিত পুরবোর্ডের।
সরকারের তরফে একটি অর্ডিন্যান্স জারি করা হবে, যাতে লকডাউন চলাকালীন পুরসভার সকল কাউন্সিলরদের মেয়াদ বাড়ানো যায়। এমনটাই জানিয়েছেন পুরসভার এক আধিকারিক। যদিও এই অর্ডিন্যান্স পাশ করাতে গেলে রাজ্যপালের অনুমতির প্রয়োজন।
সাধারণত চলতি পুরবোর্ডের মেয়াদ শেষের পর রাজ্য নির্বাচিত এক প্রশাসক এসে সীমিত সময়ের জন্য পুরসভার দায়িত্ব পালন করেন।
Be the first to comment