কম রেশনের অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Spread the love

খারাপ চাল দিচ্ছেন রেশন ডিলার এই অভিযোগে মুর্শিদাবাদের লালগোলায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। অভিযোগ, ওই ডিলার এবং তাঁর লোকেদের নিয়ে গ্রাহকদের মারধর করেছেন। এই ঘটনায় আহত হয়েছে চারজন। গ্রাহকদের অভিযোগ,
ভাল চালের সঙ্গে খারাপ-পোকা ধরা চাল মিশিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। ফলে এদিন রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।

অন্যদিকে, সালার থানার পুনাশি গ্রামেও প্রায় একই অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ, যে পরিমাণ রেশন পাওয়ার কথা ছিল গ্রামবাসীদের তাঁরা সেই পরিমাণ রেশন পাচ্ছেন না। রেশন ডিলার কম রেশন দিয়ে চলেছেন। এর আগে অভিযোগ করেও ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন গ্রামবাসী। সেই কারণেই শনিবার সকালে বিক্ষোভে শামিল হয়। লকডাউনের নিয়ম ভেঙে রেশন ডিলারের বাড়ির সামনে জটলা করেন অনেকেই।

ডিলারের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে ওই এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এর পর সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সেখানে হাজির হয়েছেন বিডিও।

রেশনে নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বরাদ্দ রেশন মিলছে না বলেও গ্রাহকরা একাধিরকবার অভিযোগ করেছে। শনিবার সাধারণের বিক্ষোভ গণরোষে পরিণত হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*