এবার সংঘাত তুঙ্গে পৌঁছলো। করোনাভাইরাস নিয়ে রাজ্য সরকার তথ্য় গোপন করছে, শুক্রবার এমনই অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার চিঠিতে রাজ্যপালকে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বর্তমান ঘটনাকে ‘দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল’ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা দেশে কোনও মুখ্যমন্ত্রীকে সে রাজ্যের রাজ্যপাল এভাবে আক্রমণ করেননি।’ রাজ্যপালের ভূমিকায় তিনি ‘রাগের চেয়ে দুঃখ’ বেশি পেয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপালের পাঠানো ১৪ পাতার চিঠির জবাবে এবার মুখ্যমন্ত্রী লিখলেন ১৩ পাতার চিঠি। চিঠির শুরুতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনার ২৩ এবং ২৪ এপ্রিলের চিঠির পরিপ্রেক্ষিতে এটা লেখা।” চিঠিতে ধনখড়কে রাজ্যপাল পদের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসে আর কোনও রাজ্যপাল এমন আচরণ করেননি। করোনা পরিস্থিতি সামলাতে ব্যস্ত রাজ্য সরকারকে রাজ্যপালের এই ধরনের ধারাবাহিক আক্রমণ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল যে ক্রমাগত সরকারি মন্ত্রী-আমলাদের আক্রমণ করছেন, তা নিয়েও চিঠিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পালটা ‘দোষারোপের সময় নয়’ বলে টুইট করেছেন রাজ্যপাল ধনখড়। লিখেছেন, ‘কঠিন সময়ে করোনা-পরিস্থিতি মোকাবিলায় নজর দিতে অনুরোধ করব ওঁকে।’
প্রসঙ্গত, গতকাল কোরোনা সংক্রান্ত বুলেটিনও প্রকাশ করেনি রাজ্য। সেই ইশুতেও আজ সরব হন রাজ্যপাল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আজকের পাঠানো চিঠির জবাবি টুইটও করেন জগদীপ ধনকড়। টুইটে তিনি লেখেন, এই চিঠির জবাব আমি দেব। কিন্তু এটা সঠিক সময় নয়। এখন আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
Be the first to comment