আজকের দিন

Spread the love

টি. এন. শেসহান

জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯৩২
আই.এ.এস অফিসার হিসাবে তিনি অত্যন্ত প্রশংসিত। তিনি ভারতবর্ষের ১০ তম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। ভারতের ১৮তম ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি সরকারি চাকরিতে রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

বাইচুং ভুটিয়া

(জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭৬)
তিনি একজন ভারতীয় ফুটবল খেলোয়াড় । তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলছেন ।
.
তাঁর পড়াশোনা আরম্ভ হয় পূর্ব সিকিমের পাকিয়ঙের (Pakyoung) সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ে। ১৯৯২ সালের সুব্রত কাপে তাঁর খেলা তাঁকে বড় ক্রীড়া প্রতিষ্ঠানগুলির নজরে আনে। ১৯৯৫ সালে তিনি ফাগোয়ারার জেসিটি মিলসে যোগ দেন । এই ক্লাবটি সে বছর জাতীয় ফুটবল লিগ জেতে । বাইচুং সেই বছরে জাতীয় লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং নেহরু কাপে খেলার জন্য নির্বাচিত হন । তিনি ‘১৯৯৬ ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হন । এবং তার পর থেকে আরো বহু পুরস্কার তিনি জয় করেছেন ।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

জিব মিলখা সিং

জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯৭১
তিনি একজন ভারতীয় পেশাদার গল্ফার যিনি ইওরোপীয় সফরে যোগদানের জন্য ভারতের প্রথম খেলোয়াড় নির্বাচিত হন। তিনি ইওরোপীয় সফরে চারটি ইভেন্ট জিতেছেন, সফরটিতে সবচেয়ে সফল ভারতীয় হয়ে উঠছেন। ২০০৬ অক্টোবরে তিনি অফিসিয়াল ওয়ার্ল্ড গল্ফের শীর্ষ 100 জনের তালিকায় প্রথম ভারতীয় গল্ফ খেলোয়াড় ছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।

বাপু (সত্তিরাজু লক্ষ্মী নারায়ানা)

জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯৩৩
তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক তিনি বলিউডেও কাজ করেছেন। তিনি মূলত তেলেগু সিনেমার সাথে যুক্ত ছিলেন এছাড়াও  সঙ্গীত, চিত্রাঙ্কন, কার্টুন ইত্যাদিতেও সমান দক্ষতা ছিল তাঁর। ২০১৩ সালে ভারতীয় শিল্প ও সিনেমাতে তাঁর অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
——————————————————–

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*