রেশন দুর্নীতিতে কড়া পদক্ষেপ, ২৮৩ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা খাদ্য দপ্তরের

Spread the love

জেলায় জেলায় রেশন দুর্নীতি নিয়ে ইতিমধ্যে নানা অভিযোগ এসেছে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনা, নানা জায়গায় বরাদ্দের তুলনায় কম পরিমাণ সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে দেখিয়েছেন মানুষজন। কোথাও আবার রেশন দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবার রেশন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্যের খাদ্য দপ্তর। ইতিমধ্যেই ২৮৩ জন ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশনের খাদ্য সামগ্রী বণ্টনকে কেন্দ্র করে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ চলছে । আজই মুর্শিদাবাদের সালারের শিমুলিয়া এলাকার পুনশ্রী গ্রামে রেশন ডিলার হালিম শেখের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

অভিযোগ, হালিম নিম্নমানের চাল এবং কম পরিমাণে রেশন সামগ্রী দিচ্ছিলেন। এর প্রতিবাদে আজ সকালে ডিলারের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাড়ির ভিতর থেকে জিনিসপত্র বের করে এনে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাজানগরে রেশন দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসীরা। ডোমকলের জোতকানাই গ্রামেও ঘটেছে একই ঘটনা। জলঙ্গির ফরিদপুরে স্থানীয়দের বিক্ষোভ বড় চেহারা নেয়। ওই ডিলারের বিরুদ্ধেও একই অভিযোগ। খাদ্য দপ্তর সূত্রে খবর, এই প্রতিটি ঘটনাতেই সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট রেশন ডিলারদের।

পুরো বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যের সব মানুষকে বিনা পয়সায় খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত কোনও রাজ্য এখনও পর্যন্ত নিতে পারেনি। এই সময় যদি কোনও রেশন ডিলার কম পরিমাণে সামগ্রী দেন, তাহলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যেই আমরা ২৮৩ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাঁদের অনেকেরই লাইসেন্স বাতিল করা হয়েছে। বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*