আজ সিল করে দেওয়া হল দিল্লিতে সিআরপিএফ-এর সদর দফতর। সূত্রের খবর, লোধী রোডের এই হেডকোয়ার্টারে কর্মরত এক ড্রাইভারের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯ সংক্রমণের নমুনা। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ক। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ এই বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন আধা সেনার উচ্চপদস্থ আধিকারিকরা।
সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে এখনও ১০০ জন জওয়ানের রিপোর্ট আসা বাকি রয়েছে। কোভিড পজিটিভ জওয়ানদের চিকিৎসা চলছে রাজধানীর মান্ডাওয়ালি এলাকায়।
Be the first to comment