সোমবার শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। আর এবারের গাইডলাইনে সব মদের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত গ্রিন ও অরেঞ্জ জোনে মদের দোকান খোলা যাবে। তবে, এদিন রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হল।
মদের দোকান খোলার নির্দেশিকা জারি পরই সোমবার থেকে বিভিন্ন মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দুপুর ১২ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা থাকবে দোকান।
এদিন রাজ্যের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সংক্রমণ ছড়িয়েছে এমন এলাকায় কোনও মদের দোকান খোলা যাবে না। এই বিষয়ে আবদাগরি দফতর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন বিশেষ নজরদারি চালাবে। কোনও শপিং মল বা শপিং কমপ্লেক্সের ভিতরে থাকা মদের দোকান খোলা যাবে না।
কোনও বার, ক্লাব বা হোটেলের সঙ্গে থাকা মদের দোকান খোলা যাবে না। কোন কোন দোকান খোলা যাবে সেই তালিকা জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেবে আবগারি দফতর। ভিড় যাতে না বাড়ে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, একজন একসঙ্গে ২ বোতলের বেশি মদ কিনতে পারবেন না। প্রত্যেক দোকানে স্যানিটাইজার রাখতে হবে। প্রত্যেক ক্রেতার সঙ্গে লেনদেনের পর সেটি ব্যবহার করতে হবে।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। দেশজুড়ে লকডাউনের শুরু থেকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বেজায় মন খারাপ ছিল সুরাপ্রেমীদের।
শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুমতি পেয়েই লকডাউনের সব শর্ত মেনে এবার মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।
Be the first to comment