বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ হয়েছে মৃতের তালিকা। রাজ্যে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১,২৫৯ জন। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যচিব রাজীব সিনহা।
এছাড়া ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯০৮ জন। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬১। এই মুহূর্তে মোট করোনায় চিকিৎসাধীন ৯০৮ জন। আর মোট সুস্থ হয়ে উঠেছেন ২১৮ জন। এছাড়া এখনও পর্যন্ত ২৫,১১৬টি করোনা টেস্ট করা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থ হয়ে ওঠার হার ১৭.৩২ শতাংশ বলে জানিয়েছে রাজ্য সরকার।
এদিকে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজারের দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৭৩ জন। আর মৃত্যু হয়েছে ৮৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৮৩৬ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯,৬৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১,৭৬২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮৯ জন।
Be the first to comment