লকডাউনের মধ্যে বাংলায় কোন কোন ক্ষেত্রে ছাড়? জেনে নিন বিস্তারিত!

Spread the love

লকডাউন কিছুটা শিথিল করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই করোনা মোকাবিলায় লকডাউন চললেও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যগুলিকে তাদের পরিস্থিতি খতিয়ে দেখে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় সে ব্যাপারে নির্দিষ্ট একটি গাইলাইন তৈরি করতে বলেছে কেন্দ্র। সেই মতোই এরাজ্যেও লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি তোলা যাবে না। একমাত্র গ্রিন জোনেই বাস চলবে। এক্ষেত্রে আরটিও দফতর থেকে অনুমতি নিতে হবে।

কনটেনমেন্ট জোনের বাইরে ও মার্কেট কমপ্লেক্স নয় এমন জায়গায় সকাল ১০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা যাবে চা ও পানের দোকান। চায়ের দোকানে বসে আড্ডা চলবে না। এখনই ফুটপাথের দোকানগুলির ক্ষেত্রে ছাড় নয়। মিষ্টির দোকান খোলা রাখা যেতে পারে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শপিং মল, সেলুন, বিউটি পার্লার, পাব, বার, রেস্তোরাঁ এখনই খোলা যাবে না। যে কোনও ধরনের জমায়েত পুরোপুরিভাবে নিষিদ্ধ।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলতে পারে বেসরকারি অফিসগুলিও। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস চালাতে হবে। ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়াতেই উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। অফিসে কর্মী না গিয়ে বরং বাড়ি থেকেই অফিসের কাজ চালানোয় উৎসাহ দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*