রাজ্যে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

Spread the love

অবশেষে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন ফিরল রাজ্যে । আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ নন স্টপ ট্রেন । রাজস্থানের আজমেঢ় থেকে দু’দিন আগে রওনা দিয়ে আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া প্রায় ১২০০ শ্রমিককে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করে সরকার। হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, মন্ত্রী তপন দাশগুপ্ত-সহ জেলার একাধিক সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন স্টেশনে।

ট্রেন থেকে নামার পর শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর বিশেষ বাসে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে শ্রমিকদের। জেলাশাসক জানান, সবমিলিয়ে মোট ৬০ টি বড় বাস ও ছোটো গাড়ি করে নিজ নিজ জেলায় পাঠানো হচ্ছে শ্রমিকদের।

রাজ্য সরকারের পক্ষ থেকে জল ও খাবাবের ব্যবস্থা করা হয় রাজ্যে ফেরা শ্রমিকদের জন্য। প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করে তবেই বাসে তোলা হয়। কোনও উপসর্গ না থাকলে স্বাস্থ্য দপ্তরের সার্টিফিকেট দেওয়া হবে শ্রমিকদের। হাওড়া, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার শ্রমিকরা ঘরে ফিরতে পেরে খুশি। ঘরে ফেরা শ্রমিকদের ১৪ দিন হোম কোয়ারানটিন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*