কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে বসতে পারেন মেয়র ফিরহাদ হাকিম

Spread the love

কলকাতা পৌরনিগমের ইতিহাসে প্রথমবার প্রশাসক বসতে চলেছে। যদিও এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি বলেও এদিন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই আগামী দিনের কাজ হবে কলকাতা পৌরনিগমের। কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে যে লিখিত আবেদন জানানো হয়েছে তা ইতিমধ্যে সরকারের কাছে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন তিনি।

১৯৮০ সালে কলকাতা পৌরনিগমের নতুন আইন তৈরি হয়। এরপর থেকে ওই আইনেই কলকাতা পৌর নিগমের কাজকর্ম চলে আসছে। নতুন আইন বলবৎ হওয়ার পর থেকে কলকাতা পৌরনিগমের ইতিহাসে এখনও পর্যন্ত কোনওদিনই প্রশাসক বসানোর মতো ঘটনা ঘটেনি।

সত্তরের দশকের কলকাতা পৌরনিগমের পুরানো আইনের সময়ে একবার বোর্ড ভেঙে যাওয়ার প্রশাসক বসানো হয়েছিল। তখন মেয়র ছিলেন প্রশান্ত শূর। সেইসময় প্রশাসক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর পদে বসানো হয়েছিল IAS বিশ্বনাথ সমাদ্দারকে। তৎকালীন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তবে বর্তমানে কলকাতা পৌরনিগমের আইন অনুযায়ী প্রশাসক বসানোর সংস্থান নেই। তবে মিউনিসিপাল অ্যাফেয়ারের নিয়ম অনুযায়ী একজন প্রশাসক নিয়োগ করা যেতে পারে।

মেয়র জানিয়েছেন, “যদি রাজ্য সরকার আবার আমাকে দায়িত্ব দেয়, সেই দায়িত্বভার আমি পালন করব । তবে আমি এখনই নিজের নাম ঘোষণা করতে পারি না যতক্ষণ না রাজ্য সরকার নিজের বিজ্ঞপ্তিতে তা জানাচ্ছে।”

৭ মে শেষ হতে চলেছে কলকাতা পৌরনিগমের বোর্ডের মেয়াদ। এই লকডাউন পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে হয়তো আবার পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*