রাজ্যে কোরোনায় মৃত বেড়ে ৬৮

Spread the love

রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৮৫ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪৪। এই মুহূর্তে ৯৪০ জন কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে উঠেছে ২১৮ জন।

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হল কনটেনমেন্ট জোন। রাজ্য সরকারের ওয়েবসাইটে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রতিটি জেলার জেলাশাসকদের প্রতিদিন কোরোনা পরিস্থিতি রিভিউ করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এক মাস আগে রাজ্যে একটিমাত্র কোরোনা টেস্টিং ল্যাবরেটরি ছিল। এখন রাজ্যে ১৫টি টেস্টিং ল্যাবেরটরি রয়েছে। রাজ্যে এখন প্রতিদিন ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা সম্ভব। নমুনা পরীক্ষার হার বাড়লে মৃত্যুর হারও কমবে বলে জানান তিনি।

কলকাতায় সংক্রমণের হার নিয়ে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রসচিব বলেন, শুধু কলকাতা নয়, গোটা ভারতেই গ্রামের তুলনায় মেট্রো শহরগুলিতে সংক্রমণের হার বেশি। রেশনিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, রেশন ব্যবস্থা ভালোভাবেই চলছে। রেশন নিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ৬৫ লাখ মানুষকে কুপনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছে। রেশনিং ব্যবস্থায় উপকৃত প্রায় ১০ কোটি মানুষ। রেশনে দুর্নীতি করায় এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*