কোরোনায় আক্রান্ত ১২ জন নার্স, আপাতত বন্ধ পার্কসার্কাসের শিশু হাসপাতাল

Spread the love

পার্ক সার্কাসের শিশু হাসপাতালেও এবার করোনার থাবা। সূত্রের খবর, সেখানকার ১২ জন নার্স করোনায় আক্রান্ত। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার জেরে শিশু হাসপাতালের ওই বিল্ডিংটি আপাতত বন্ধ করে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। হাসপাতালের অন্যান্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।

তবে কর্তৃপক্ষের আশ্বাস, রোগীরা সকলেই নিরাপদে রয়েছেন। এ বিষয়ে যথেষ্ট যত্নশীল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে ইতিমধ্যে বহু চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা COVID-19এ সংক্রমিত হয়েছেন। কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

এবার পার্ক সার্কাসের শিশু হাসপাতালেও থাবা বসাল করোনা ভাইরাস। হাসপাতালের NICU ওয়ার্ডে কর্মরত ১২ জন নার্স একসঙ্গে করোনা পজিটিভ। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক দেখা দেয় রোগীর অভিভাবকদের মধ্যে। কারণ, এই হাসপাতালে একমাত্র ছোটদের চিকিৎসাই হয়। সদ্যোজাত থেকে শুরু করে শৈশবের মধ্যে থাকা রোগীরাই এখানে ভরতি। ফলে তাদের মধ্যে সংক্রমণ অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে তীব্র আশঙ্কা দেখা দেয় অভিভাবক মহলে। তবে তাঁদের আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে NICU ওয়ার্ডে নতুন করে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত নার্সরা সকলেই রেসিডেন্সিয়াল। তাঁরা হাসপাতালের হস্টেলে থেকেই এখানে কাজ করেন। কীভাবে আচমকা এতজনের শরীরে COVID-19 সংক্রমণ হল, তার উৎস খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*