আগামীকাল থেকেই পুরোদমে কোভিড হাসপাতাল হয়ে উঠবে কলকাতা মেডিক্যাল কলেজ, টুইট মুখ্যমন্ত্রীর

Spread the love

রাজ্যে করোনাভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে কোভিড-হাসপাতালের সংখ্যা ও পরিষেবা বাড়ানোও জরুরি হয়ে উঠেছে। তাই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবার পুরোপুরি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হবে। আগামী কাল, ৭ মে থেকেই ঘটবে এই বদল। আপাতত ৫০০টি বেড নিয়ে শুরু হবে কোভিড চিকিৎসার কাজ। ৬৭টি কোভিড হাসপাতাল ইতিমধ্যেই রয়েছে রাজ্যে, এটি হবে ৬৮-তম। বুধবার দুপুরে টুইট করে এমনটাই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। মার্চ মাসের ২৩ তারিখে, রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন মাত্র ৭, তখনই স্বাস্থ্য ভবন জানিয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল কলেজকে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে রোগী ভর্তি নেওয়া বন্ধ হবে। মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং ও নতুন হস্টেল বর্তমানে ফাঁকা রয়েছে। তাই এই দুটি বিল্ডিংকেই প্রথমে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

তার পরে রাজ্যে করোনা সংক্রমণের গতি বেড়ে গেছে অনেক বেশি। আজ, বুধবার বিকেলের সাংবাদিক বৈঠক অনুয়ায়ী এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ ১০৪৭ জন, মারা গেছেন ৭২ জন। ফলে অল্প সময়ে সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। এর মধ্যেই রাজ্যে ৬৭টি হাসপাতালকে কোভিড হাসপাতাল করে তোলা হয়েছে। সেখানেই নতুন সংযোজন হবে মেডিক্যাল কলেজ।

ইতিমধ্যেই অবশ্য স্বাস্থ্য ভবনের দুশ্চিন্তা বাড়িয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে উঠেছে। একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার খবর এসেছে সেখান থেকে। জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে মুখর হয়েছেন, নিরাপত্তার অভাব নিয়ে। এসবের মধ্যেই প্রস্তুতি চলছিল, হাসপাতালে কোভিড চিকিৎসা শুরু করার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে স্পষ্ট, সে কাজ শেষ হয়েছে। তাই আগামী কাল থেকেই রাজ্যের আরও একটি কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে মেডিক্যাল কলেজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*