কড়া নিদান চিকিৎসকদের জন্য, বিশেষত বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ নিয়ম জারি করল মহারাষ্ট্র সরকার। এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে মাসে কমপক্ষে ১৫দিন করোনা হাসপাতালে কাজ করতে হবে। তারপর প্রাইভেটে প্র্যাকটিস করতে পারবেন তাঁরা। এই নিয়মের অন্যথা হলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বলে ঘোষণা করবে রাজ্য সরকার।
মুম্বইতে এই নিয়ম লাগু করা হয়েছে। তবে জানানো হয়েছে এই নিয়ম লাগু হবে ৫৫ বছর বয়েসীদের নীচে যাঁরা রয়েছেন তাঁদের জন্য। ৫৫ বছরের ওপরে বয়স হলে তাঁদের এই নিয়ম না পালন করলেও চলবে। আপাতত ২৫ হাজার চিকিৎসক গোটা মুম্বই জুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক চিকিৎসকের অবদান গুরুত্বপূর্ণ। রাজ্য তাঁদের কাছে সাহায্য চাইছে।
করোনা কবলিত মহারাষ্ট্রে চিকিৎসকরা এগিয়ে এলেই এর মোকাবিলা করা যাবে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের পছন্দমত হাসপাতাল বেছে নেওয়ার ছাড় দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্ম দেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকরা নিজেদের পছন্দের হাসপাতালের নাম দিতে পারবেন। এছাড়াও নিজেদের যোগ্যতা ও কোনও অসুস্থতা তাঁদের রয়েছে কিনা, তা জানাতে পারবেন।
এর আগে বিহার সরকার জানিয়েছিল ৩১শে মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত কোনও কারণ না দেখিয়েই কাজ থেকে অনুপস্থিত রয়েছেন যে চিকিৎসকরা, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিহারের স্বাস্থ্য দফতর থেকে এঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া চিঠি পাঠানো হয়েছে। শোকজ করে চিঠি দেওয়া হয়েছে এঁদের।
জানতে চাওয়া হয়েছে, কেন তাঁরা কাজে যোগ দিচ্ছেন না। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ ও এপিডেমিক ডিজিস অ্যাক্ট ১৮৯৭-এর ধারায় এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর এই ৩৬২ জন চিকিৎসকই সরকারি হাসপাতালে কর্মরত। বিহারের ৩৭টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বিহারের স্বাস্থ্য দফতর।
Be the first to comment