কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের তরফে কোনও সাড়া পাননি। তাই এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকেই এই সংক্রান্ত তথ্য জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এনিয়ে একটি টুইটও করেছেন তিনি।
টুইটে রাজ্যপাল লেখেন, মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া পাইনি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গতকাল পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইছি। সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে তথ্য প্রদান করা মুখ্যমন্ত্রীর কর্তব্য।
আজ সকালই কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল। এনিয়ে একাধিক টুইটও করেন। টুইটে তিনি লেখেন, “গতকাল কলকাতা পৌরনিগমের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা এখনও এসে পৌঁছায়নি। যত দ্রুত সম্ভব ওই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানোর ব্যবস্থা করা উচিত।”
তিনি জানান, গতকাল ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত কারা নিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাক রাজ্যের মুখ্যসচিব । কারণ সাংবিধানিকভাবে এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল । কিন্তু তা করা হয়নি । টুইটে তিনি লেখেন, “সংবিধানের সঙ্গে আপস কোনওভাবেই করা যাবে না । সাংবিধানিক প্রধান হিসেবে আমার নাম করে নির্দেশিকা জারি হয়ে যাচ্ছে অথচ আমি কিছুই জানি না । আমরা কোনপথে যাচ্ছি?”
Be the first to comment