মধ্যবিত্তের জন্য সুখবর; এমসিএলআর ১৫ বেসিস পয়েন্ট কমালো এসবিআই, কমবে গৃহঋণে সুদের হার

Spread the love

করোনা-আতঙ্ক, লকডাউন এসব নিয়ে দুশ্চিন্তার মধ্যেই গ্রাহকদের জন্য কিছুটা হলেও সুখবর শোনাল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক। এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মারজিনাল কস্ট অফ ফান্ডস ভিত্তিক লেন্ডিং রেট এমসিএলআর ১৫ বেসিস পয়েন্ট কমাল। এর ফলে আগামী ১০ মে থেকে সবরকম ঋণে সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কমে হবে ৭.২৫ শতাংশ।

এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, এই নিয়ে ১২ বার কমানো হল এমসিএলআর। ব্যাঙ্কের দাবি, “এর ফলে এমসিএলআর-এর সঙ্গে যুক্ত গৃহঋণ অ্যাকাউন্টে ৩০ বছরের মেয়াদে ২৫ লক্ষ টাকা ঋণের উপর মাসিক সুদ কমবে মোটামুটি ২৫৫ টাকা।”

ব্যাঙ্কের বক্তব্য, এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন যাঁদের ঋণ ব্যাঙ্কের এমসিএলআর-এর সঙ্গে যুক্ত সেই সব গ্রাহকরা। প্রতিবার ব্যাঙ্ক তার ‘বেঞ্চমার্ক রেট’ বদলালেই বদলে যায় এমসিএলআর। এছাড়াও ‘তিন বছরের মেয়াদ পর্যন্ত’ রিটেল টার্ম ডিপোজিট-এর উপর ২০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে এসবিআই। নতুন হার চালু হচ্ছে ১২ মে থেকে।

একই সঙ্গে প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য বর্ধিত সুদের হার যুক্ত একটি বিশেষ ডিপোজিট স্কিম চালু করছে এসবিআই। ‘SBI Wecare Deposit’ নামের এই প্রকল্প বর্তমানে ক্রমশ সুদের হার কমতে থাকার সময়ে প্রবীণদের আর্থিক সুরক্ষা দেবে বলে দাবি করছে ব্যাঙ্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*