সুনিশ্চিত হোক মদের হোম ডেলিভারি, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

লকডাউন আংশিক শিথিল হওয়ার পর থেকেই মদের দোকানের বাইরে লম্বা ভিড় । উপচে পড়া ভিড় পানীয় প্রেমীদের। দেশের প্রায় সব প্রান্তেই একই ছবি। এই পরিস্থিতিতে সব রাজ্যগুলিকে মদের হোম ডেলিভারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশজুড়ে সামনে এসেছিল চরম বিশৃঙ্খলার ছবি। বেশিরভাগ মদের দোকানেই হেলায় অবহেলা করা হয়েছে সামাজিক দূরত্ব। মুখে মাস্ক ছাড়ই দিব্যি মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন ক্রেতারা। এই পরিস্থিতি চলতে থাকলে দেশে কোরোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

দীর্ঘদিনের লকডাউনে বন্ধ থাকার পর মদের দোকান খুলতেই পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় ভিড় সামলাতে । লকডাউন শিথিল হওয়ার পর প্রথম দিনেই ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয় কর্নাটকে । দ্বিতীয় দিনে বিক্রি হয় ১৯৭ কোটি টাকার মদ । এই ছবি দেখা গেছে দেশের সর্বত্রই । এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারির ব্যবস্থা নিশ্চিত করাটা অত্যাবশ্যক ছিল বলেই মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*