করোনা সঙ্কট মোকাবিলায় রাজ্যগুলির উপরে আরও বেশি করে দায়িত্ব ছাড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ একই সঙ্গে নরেন্দ্র মোদীকে তাঁর পরামর্শ, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও বেশি করে কথা বলুন প্রধামন্ত্রী ৷ করোনা যুদ্ধে তাঁদেরকেও সহযোগী করার জন্যও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন রাহুল গান্ধী ৷
ভিডিও বার্তায় এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, করোনার বিরুদ্ধে যে লড়াই বর্তমানে চলছে, তা খুবই কেন্দ্রিভূত হয়ে যাচ্ছে এবং রাজ্যগুলির হাতে আরও ক্ষমতা ছাড়া উচিত৷ আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আরও বেশি করে কথা বলুন ৷ তবে ‘বস’ হিসেবে নয়, একজন সতীর্থ হিসেবে তাঁদের সাহায্য করার চেষ্টা করুন প্রধানমন্ত্রী ৷
রাজনীতির ঊর্ধ্বে ওঠার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রাহুল গান্ধি৷ তিনি বলেন, ‘কোন রাজ্য বিজেপি শাসিত, কোনটি কংগ্রেস বা সিপিএম শাসিত তা ভুলে যান৷ এঁরা সবাই ভারতীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে তাঁদের কাজ করার কথা৷ আমি যদি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জায়গায় থাকতাম, তাহলে তাঁকে বলতাম দু’- একদিনের অন্তর সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে৷’
রাহুল গান্ধির পরামর্শ, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে রাজ্যগুলিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিত৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করছে, সে বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা ৷
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি বলেন, ‘এই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের ক্ষমতার বিকেন্দ্রিকরণ করা উচিত৷ এই লড়াইকে আমরা যদি প্রধানমন্ত্রীর দফতরেই আটকে রাখি, তাহলে আমরা পরাজিত হব৷ প্রধানমন্ত্রীর উচিত ক্ষমতা বন্টন করা৷ আমরা যদি তা কেন্দ্রিভূত করে রাখি, তাহলে বিপর্যয় ডেকে আনব৷ প্রধানমন্ত্রীর সব মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে হবে৷ আবার সব মুখ্যমন্ত্রীদের জেলাশাসকদের উপর আস্থা রাখা উচিত ৷’
রাহুল গান্ধি মনে করেন, যেভাবে রেড, অরেঞ্জ, গ্রিন জোন চিহ্নিত করা হচ্ছে, তা বদলানো উচিত৷ তিনি মনে করেন, স্থানীয় পরিস্থিতি বিচার করে জোন চিহ্নিতকরণের দায়িত্ব রাজ্য সরকার বা জেলা প্রশাসনের উপরেই ছাড়া উচিত৷ এর পাশাপাশি তিনি কোন কোন শর্তপূরণ হলে ১৭ মে-র লকডাউন তোলা যায়, তা সাধারণ মানুষকে সরকারের আগাম জানানো উচিত বলে দাবি করেছেন রাহুল গান্ধি৷ পাশাপাশি, দেশের পঞ্চাশ শতাংশ পরিবারের হাতে সরাসরি নগদ হস্তান্তর করার দাবি জানিয়েছেন রাহুল গান্ধি৷ তিনি মনে করেন, অর্থনীতিকে সচল করতে অবিলম্বে এই পদক্ষেপ করা উচিত সরকারের ৷
Be the first to comment