লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তাঁর বিস্ফোরক অভিযোগ, পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানে রাজ্যের তরফে সহযোগিতা মিলছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তরফে ‘অসহযোগিতা’র অভিযোগ নিয়ে এবার পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে একহাত নিয়েছেন অমিত শাহকে।
‘নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত সপ্তাহ পর মুখ খুললেন, তাও মিথ্যা প্রচারে! উনি ওই মানুষদের সম্পর্কে বলছেন, যাঁদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে অমিত শাহের সরকারই। অমিত শাহ নিজের মিথ্যা অভিযোগ হয় প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান।’ এমনই কড়া ভাষায় টুইট করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।
প্রসঙ্গত, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে অমিত শাহ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের থেকে প্রত্যাশামতো কোনও সাহায্য মেলেনি। রাজ্য সরকার ট্রেন পৌঁছতে দিচ্ছে না। এর ফলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে।’ চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, এখনও পর্যন্ত প্রায় ২ লাখ শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে পেরেছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল চালু করেছে রেল মন্ত্রক।
Be the first to comment