বাংলায় রেশন দুর্নীতি নিয়ে চিন্তিত রাজ্যপাল, টুইট করলেন বাংলায়

Spread the love

আবার‌ও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে আবার‌ও আবেদন করেন তিনি। শুক্রবারই বঙ্গ বিজেপির তরফে রাজ্যপালকে একাধিক অভিযোগ জানানো হয়। এরপর আজ রাজ্যের রেশন ব্যবস্থাকে রাজনীতি মুক্ত করার আবেদন জানিয়ে পরপর দুটি বাংলায় টুইট করেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে মাথা পিছু কতটা পরিমাণ চাল-ডাল পাবেন তা নিয়ে স্পষ্ট হিসাব জানিয়েছেন।

শনিবার বাংলাতেই টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘আপনার রাজ্যপাল আপনার সেবক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ৪,৭৮ হাজার মেট্রিক টন বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। জনপ্রতি মাসিক পাঁচ কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক এক কেজি ডাল। রেশন ব্যবস্থাকে রাজনীতির বন্ধন থেকে মুক্ত করতে হবে। আধিকারিকদের অরাজনৈতিকভাবে কাজ করতে হবে। অবৈধ মজুতদারদের আটকাতে এবং কালোবাজারিদের তাড়াতে হবে। গরিব মানুষ যাতে সঠিক মাত্রায় সঠিক গুণমানের রেশন বিনামূল্যে ন্যায্য ভাবে পান তা নিশ্চিত করুন।’

শুরু থেকেই রাজ্যের রেশন ব্যবস্থায় রাজনীতি করা হচ্ছে বলে রাজ্যকে বিঁধে ছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রেশন ব্যবস্থাকে রাজনীতিমুক্ত করার আবেদন‌ও রেখেছিলেন তিনি। চলতি সপ্তাহেই রেশনের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন কালোবাজারি রুখতে আধিকারিকদের তাঁদের সঠিক দায়িত্ব পালন করা উচিত। এবার ফের রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

https://twitter.com/jdhankhar1/status/1258999446097940480

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*