হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। রাইপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।
সূত্রের খবর, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম। তাঁরাই চিকিৎসা করছেন অজিত যোগীর।
হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, ৭৪ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা ভালই ছিল। কিন্তু এদিন হঠাৎ করে কাঁচা হলুদ আটকে যায় তাঁর গলায়। সেখান থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। নির্দিষ্ট সময় অন্তর অজিত যোগীর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
অজিত যোগীর স্ত্রী তথা বিধায়ক রেণু যোগী ও ছেলে অমিত যোগী হাসপাতালে রয়েছেন। সঙ্গে পরিবারের আরও কিছু সদস্যও সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা।
আমলা হিসেবে কাজ শুরু করা অজিত যোগী পা দেন রাজনীতিতে। ছত্তীসগড় আলাদা রাজ্য হিসেবে ঘোষণা হওয়ার পরে ২০০০ সালের নভেম্বর মাস থেকে ২০০৩ সালের নভেম্বর মাস পর্যন্ত সেখানকার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
২০১৬ সালে তাঁর ছেলে অমিত যোগী উপনির্বাচন ঘিরে একটি বিতর্কে জড়ান। তারপরে সেই বছরই কংগ্রেস ছাড়েন বর্ষীয়ান এই নেতা। জনতা কংগ্রেস ছত্তীসগড় নামে নিজের একটি পৃথক দল তৈরি করেন তিনি।
Be the first to comment