প্রায় ৪৭ দিন পর চলবে যাত্রীবাহী ট্রেন। যদিও শ্রমিকদের ফেরাতে কয়েকদিন আগেই রেল পরিষেবা চালু হয়েছে। তবে এবার চলবে যাত্রীবাহী ট্রেন। ১২ মে থেকে শুরু হচ্ছে সেই পরিষেবা। কিন্তু বন্ধ থাকবে টিকিট কাউন্টার। ১২ মে থেকে ট্রেন চলার আগে ১১ মে থেকে শুরু হবে বুকিং। তবে অফলাইনে কোনও বুকিং করা যাবে না। কেবলমাত্র অনলাইনেই বুকিং করা সম্ভব। আইআরসিটিসি-র অনলাইন ওয়েবসাইটে বুকিং করা যাবে। ১১ মে বিকেল ৪ টে থেকে বুকিং করা যাবে।
গত ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে রেল পরিষেবা। কোনও ধরনের পাবলিক ট্রান্সপোর্ট চালানো হচ্ছে না। কেবলমাত্র মালবাহী ট্রেন চালানো হচ্ছিল। যদিও মে মাসের শুরু থেকে শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে দিনে ১৫ টি করে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। দিল্লি থেকে যেসব জায়গায় প্রাথমিকভাবে ট্রেন চালানো হবে, সেগুলি হল, ডিব্রুগড়, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রা, আমেদাবাদ ও জম্মু তাওয়াই।
যাদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই, তাদেরকেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে ও ট্রেনে উঠতে দেওয়া হবে। প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করা হবে। এছাড়া যাত্রীরা মাস্ক পরে, তবেই ট্রেনে উঠতে পারবেন।
Be the first to comment