এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর খবর। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল হাবড়া পুরসভার অন্তর্গত বানীপুর অঞ্চলে। জানা জাছে, কিডনির সমস্যা ও সেপটিসেমিয়ার চিকিৎসা করাতে গত মাসের ২৭ তারিখ থেকে বছর ৭৩ এর ওই বৃদ্ধ ভর্তি ছিলেন দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে।হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই ৩০ এপ্রিল বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পাওয়া যায়। পরবর্তী কালে ওই বৃদ্ধকে বারাসত কদম্বগাছি করোনা হাসপাতালে ভর্তি রাখা হয়।
রবিবার রাত ১:৪০ মিনিট নাগাদ অবশেষে বৃদ্ধের মৃত্যুর খবর আসে পরিবারের সদস্যদের কাছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বৃদ্ধের সংস্পর্শে পরিবারের দুই সদস্য এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে তাঁদের স্বাস্থ দফতরের পক্ষ থেকে লালারস সহ করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কলকাতায়।
ঘটনার খবর পাওয়ার পর থেকেই আক্রান্ত ব্যক্তির বাড়ি এলাকা সহ আশপাশের সমস্ত এলাকা বাঁশের ব্যরিক্যড দিয়ে ঘিরে রাখা রয়েছে। পাশাপাশি গোটা বানীপুর দমকলের সাহায্যে স্যানিটাইজার করা হয়। পরিবারের অন্য ৭ সদস্যরাও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পুরসভার তরফে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের যাবতীয় সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাক্তন পুরপ্রধান নিলিমেশ দাস।
Be the first to comment