গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই দাবি জানিয়েছেন, ১৭ মে-র পর চতুর্থবারের জন্য লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হোক।
অধিকাংশ রাজ্যের মত হল লকডাউনের মেয়াদ বাড়ানো হোক। তবে রেড জোন জেলাস্তরে না করে কন্টেইনমেন্ট জোনে সীমিত থাক। এবং কন্টেইনমেন্ট জোনের বাইরে সব জেলায় জনজীবন ও গতিবিধি ক্রমশ স্বাভাবিক করার চেষ্টা শুরু হোক।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ১৭ তারিখের পর লকডাউনের মেয়াদ বাড়ানো কমানোর ব্যাপারে রাজ্যের হাতে আরও ক্ষমতা দেওয়া হোক। একই মত জানান, আরও কয়েক জন মুখ্যমন্ত্রী। তাঁদের বক্তব্য, সবার পায়ের মাপ এক নয়। তাই একই সাইজের জুতো বানালে সবার পায়ে সেট করবে না।
তিনি আরোও বলেন, প্রত্যেককে তাদের রাজ্যের প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করার অধিকার দেওয়া হোক। আর রেল, বিমান চলাচলের মতো বিষয় কেন্দ্র নিয়ন্ত্রণ করুক। প্রসঙ্গত, বর্তমানে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় গোটা দেশে লকডাউন চলছে। এটি কেন্দ্রীয় আইন এবং তাই সব রাজ্য মানতে বাধ্য। গোটা দেশে একই প্রটোকল মেনে তাই কাজ চলছে।
Be the first to comment