১৮ মে থেকে নতুন পর্যায়ের লকডাউন চালু হবে। থাকবে নতুন নিয়ম। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তারপর দেশ জুড়ে কী নিয়ম জারি হতে পারে, তা শীঘ্রই জানানো হবে বলে জানালেন মোদী।
নতুন পর্যায়ের লকডাউন যে হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সোমবারই সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি। আর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘১৮ মে-র আগেই নতুন লকডাউনের নিয়ম জানিয়ে দেওয়া হবে।’
চতুর্থ দফায় লকডাউন শুরু হলে সেখানে আরও শিথিলতা বাড়বে। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তৃতীয় দফায় যে পরিমাণ শিথিলতা রাখা হয়েছিল, চতুর্থ দফায় তার প্রয়োজন হবে না। এখানেই প্রশ্ন উঠছে. তাহলে কি লকডাউনের মেয়াদ বাড়ছে? প্রধানমন্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত মিলছে।
১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। সেক্ষেত্রে তার আগেই নতুন করে লকডাউনের মেয়াদ বাড়াতে পারেন প্রধানমন্ত্রী। তবে কবে ঘোষণা করবেন মোদী, সেই বিষয়ে জানা যায় যায়নি। প্রধানমন্ত্রী জানিয়েছেন রেড জোনগুলিতে কোনও শিথিলতা আনা যাবে না লকডাউনে। তবে অরেঞ্জ ও গ্রিন জোনে আরও শিথিলতা আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। সেবিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে মতামত জানতে চান প্রধানমন্ত্রী। ১৫ই মের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের মত জানাতে হবে বলে তথ্য পাওয়া গিয়েছে।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম দফার লকডাউনে যে পরিমাণ কড়াকড়ি করা হয়েছিল, দ্বিতীয় দফায় তা ছিল না। তৃতীয় দফায় শিথিলতা আরও বাড়ানো হয়েছে। তেমনই চতুর্থ দফায় শিথিলতা বাড়ানো হবে আরও।
সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট চারটি রাজ্য লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে।
Be the first to comment