করোনায় আক্রান্ত হয়ে আত্মঘাতী হলেন এক জওয়ান। দিল্লির সেনা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। পশ্চিম দিল্লির নরাইনার সেনা হাসপাতাল চত্বরের একটি গাছ থেকে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ৩১ বছর বয়সী ওই জওয়ান সম্প্রতি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। অন্যত্র সেনারই একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতালেই করোনা পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
৫ মে তাঁকে নরাইনার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপতাল চত্বরেই একটি গাছে মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যে ওয়ার্ডে তিনি ভর্তি ছিলেন সেই ওয়ার্ডেরই পিছনের গাছে মেলে দেহ। হাসপাতালের কর্মীরাই মৃতদেহ দেখতে পেয়ে বাকিদের জানান।
জওয়ানের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ওই জওয়ান আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, পরে করোনা রোগ শরীরে বাসা বাধায় চূড়ান্ত মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি।
অবসাদের জেরেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সেনার তরফেও জওয়ানের আত্মহত্যার ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করা হয়েছে।
Be the first to comment