প্রায় ২ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে যাত্রী পরিষেবা শুরু করল ভারতীয় রেল। মোট ৮টি শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালানো হয় এদিন। যাত্রী সংখ্যা ছিল ৮১২১। এমন তথ্যই জানানো হয়েছে রেল মন্ত্রক থেকে।
সোমবার সন্ধে ৬টায় অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার পর ২৪ ঘন্টায় প্রায় ১৬৯,০৩৯ যাত্রী টিকিট বুক করেছে। ১৫টি ট্রেনের জন্যে সাত দিনের অগ্রিম অনলাইন বুকিং নেওয়া হয়েছে। বিকেল ৪টেতে বিলাসপুর থেকে প্রথম ট্রেন ছাড়ার পর কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। নয়া দিল্লি-বিলাসপুর সুপারফাস্ট ট্রেন দিয়েই যাত্রী পরিষেবা ফের চালু করা হল।’এই সব প্রিমিয়াম প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি চালানোর হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেনও।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১ মে থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত চালানো হয়েছে মোট ৫৭৫টি শ্রমিক স্পেশাল ট্রেন। প্রায় ৬ লাখ ৮০ হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
Be the first to comment